
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হয়েছেন মো. মহিদুল ইসলাম। বর্তমানে তিনি ডিএমপির অর্থ বিভাগের ডিসি হিসেবে কর্মরত আছেন।
সোমবার (১০ মার্চ) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ডিএমপির অর্থ বিভাগের ডিসি মহিদুল ইসলামকে উত্তরা বিভাগের ডিসি, কাজী নুসরাত এদীব লুনাকে পিওএম পূর্ব বিভাগের ডিসি এবং কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের সাদেক আহমেদকে ডিএমপির অর্থ বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
এদিকে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি ছিলেন রওনক জাহান। সম্প্রতি তাকে ডিএমপি থেকে সরিয়ে যশোরের পুলিশ সুপার (এসপি) করা হয়েছে। তার জায়গায় উত্তরার ডিসি হলেন মহিদুল ইসলাম।