ডিএমপির ১৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ বদলি করা হয়।

পদায়ন হওয়া এডিসিরা হলেন:-

মো. আল আমিন হোসাইনকে গুলশান জোনে, মো. খালিদ বোরহানকে ট্রাফিক-মতিঝিল বিভাগে, মো. মোর্তাহীন বিল্লাহকে ক্রাইম বিভাগের লিগ্যাল অ্যাফেয়ারেস, সোয়েব আহমেদ খানকে লালবাগ বিভাগে এবং মো. মাহবুবুল আলমকে গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।

মো. ওমর আলীকে প্রট্রোল ধানমন্ডি বিভাগে, তৌফিক আহমেদকে সিটিটিসি, শাওন পালিত প্রট্রোল লালবাগ, মো. রাসেল রানাকে ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস বিভাগে, খান মাহমুদুল হাসানকে গোয়েন্দা বিভাগে, মাহমুদুল হাসানকে ট্রাফিক-উত্তরা পশ্চিম জোনে, অনিশ কীর্ত্তনীয়কে পেট্রোল পল্লবী এবং মো. ফেরদাউস হোসেনকে পেট্রোল মিরপুর বিভাগে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন...