পিবিএ,ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র দক্ষিণখান, উত্তরা-পশ্চিম, তেজগাঁও শিল্পাঞ্চল ও হাতিরঝিল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাগণ হলেন, কাফরুল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক শিকদার মোঃ শামীম হোসেনকে অফিসার ইনচার্জ দক্ষিণখান থানা, দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন চন্দ্র সাহা, পিপিএম(বার)কে অফিসার ইনচার্জ উত্তরা-পশ্চিম থানা, উত্তরা-পশ্চিম থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আলী হোসেন খানকে অফিসার ইনচার্জ তেজগাঁও শিল্পাঞ্চল থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আবদুর রশিদকে অফিসার ইনচার্জ হাতিরঝিল থানা এবং হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক আবু মোঃ ফজলুল করিমকে গোয়েন্দা -দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
০৯ এপ্রিল ২০১৯ ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
পিবিএ/জেআই