ডিএমপির ৭ যুগ্ম পুলিশ কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে অপারেশন্স বিভাগের সানা শামীনুর রহমানকে প্রটেকশন অ্যান্ড ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে, মোহাম্মদ ওসমান গণিকে লজিস্টিকস বিভাগে, গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনারকে (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে এবং সদর দফতর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমে (সিটিটিসি) বদলি করা হয়েছে।

এছাড়া গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে যোগদানকৃত) মুহাম্মদ মাহাবুবুর রহমানকে ডিএমপির ট্রেনিং বিভাগে, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের ড. এ এইচ এম কামরুজ্জামানকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত এবং প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের মোহাম্মদ শহীদুল্লাহকে অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে।

আরও পড়ুন...