ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ঢাকার মার্কিন দূতাবাসের প্রতিনিধিদল।
বুধবার (৪ ডিসেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। ঢাকার মার্কিন দূতাবাসের অফিস অব লিগ্যাল অ্যাটাচের এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে রবার্ট জে ক্যামেরুন ও পুলিশ লিয়াজো স্পেশালিস্ট মুহাম্মদ আমিনুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও এফবিআইয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে উভয় পক্ষের মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়।
এছাড়াও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নে করণীয় নির্ধারণ, সিটিটিসি কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ, সাইবার ক্রাইম ও ট্রান্সন্যাশনাল ক্রাইমের মতো অপরাধ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা ও পেশাগত মানোন্নয়নে একে অপরকে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।