ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) কার্যালয় পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে মিন্টো রোডের ডিবি কার্যালয় পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
সভায় ডিএমপি কমিশনার বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযানসহ সার্বিক কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ ডিবির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।