পিবিএ ডেস্ক: আগামী ১ ডিসেম্বর কলকাতায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী জুন মালিয়া। দীর্ঘদিনের প্রেমিক সৌরভ চ্যাটার্জির সঙ্গে সাত পাকে বাঁধা পড়ছেন এই অভিনেত্রী। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
বিয়ে প্রসঙ্গে জুন জানান, আগামী ১ ডিসেম্বর বিয়ে করছেন তিনি। কিন্তু এ নিয়ে বিস্তারিত তথ্য এখনই জানাতে নারাজ ৪৯ বছর বয়েসি এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমে একটি সূত্র বলেন, ‘এরই মধ্যে নিমন্ত্রিতদের নামের তালিকা চূড়ান্ত করেছেন জুন। কিন্তু কার্ড এখনো বিতরণ করা হয়নি। তবে খুব শিগগির বিয়ের নিমন্ত্রণপত্র পাঠানোর কাজ শুরু হবে। তবে জুন তার ঘনিষ্ঠজনদের নিমন্ত্রণ করেছেন। তার মধ্যে ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুও রয়েছেন। বিয়ের পর জুন-সৌরভ মিলেই রিসেপশনের আয়োজন করবেন।’
সবকিছু ঠিক থাকলে জুন-সৌরভের ১৪ বছরের সম্পর্ক পরিণয় পাবে আগামী ১ ডিসেম্বর। জুনের এটি দ্বিতীয় বিয়ে। আগের সংসারে জুনের শিবাঙ্গী ও শিবেন্দ্র নামে দুই সন্তান রয়েছে। সিঙ্গেল মাদার হিসেবে তাদেরকে বড় করেছেন জুন।
জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিতিন মাসি’। গত পূজায় মুক্তি পেয়েছে সিনেমাটি। অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন জুন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘হঠাৎ বৃষ্টি’, ‘তিন ইয়ারির কথা’, ‘একলা চলো’, ‘জুলফিকার’, ‘এবার শবর’, ‘হর হর ব্যোমকেশ’প্রভৃতি।
পিবিএ/ইকে