ডিসেম্বরে শুরু হবে বিপিএল ক্রিকেট

পিবিএ,ঢাকা: এ বছরের ডিসেম্বরের ৬ তারিখ মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল ক্রিকেটের ৭ম আসর। নিশ্চিত করেছেন গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সোহেল। গেলো দু’আসরে কোন উদ্বোধনী অনুষ্ঠান না হলেও, এবার দেশি-বিদেশি তারকাদের নিয়ে জাঁকজমক পূর্ণ আয়োজন করতে চায় বিসিবি। শেখ সোহেল পিবিএ’কে আরো জানান, তামিম ইকবালের দল পরিবর্তন নিয়ে গুঞ্জন শোনা গেলেও, এখন পর্যন্ত এ বিষয়ে কোন সিদ্ধান্ত আসেনি।

সময় গড়ানোর সঙ্গে বিপিএল টুর্নামেন্টও হয়েছে পরিণত। এ বছরের শুরুতে হওয়া ৬ষ্ঠ আসর কোন বিতর্ক ছাড়াই শেষ করেছে গভর্নিং কাউন্সিল। বিদেশি তারকাদের উপস্থিতি ছাড়িয়ে গিয়েছিলো আগের যে কোন আসরকে। খেলার সম্প্রচার মানও হয়েছে প্রশংসিত। এসবই আত্মবিশ্বাসী করেছে কর্তৃপক্ষকে।


বিপিএলের ৭ম আসর হবে এ বছরেই। সব ফ্র্যাঞ্চাইজির সম্মতি নিয়ে যা আগেই জানিয়েছিলো গভর্নিং কাউন্সিল। এবার চূড়ান্ত হয়েছে দিনক্ষণও। সঙ্গে সিদ্ধান্ত এসেছে আরো একটি। গেলো দু’বছর বন্যা ও জাতীয় নির্বাচনের জন্য কোন উদ্বোধনী অনুষ্ঠান না হলেও, এবার জাঁকজমকপূর্ণ আয়োজন করতে চায় কর্তৃপক্ষ।

বিপিএলের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহীদের সংখ্যাটাও বেড়েছে। গুঞ্জন আছে নতুন মালিকানায় ফিরতে চায় বরিশাল ফ্র্যাঞ্চাইজি। যদিও সেটা আগামী আসরে অন্তত হচ্ছে না বলেই জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কারণ দল বাড়লে, বেড়ে যাবে টুর্নামেন্টের ব্যপ্তি।

বিপিএলের ভেন্যু বাড়ানো নিয়েও হয়েছে আলোচনা। প্রতিবন্ধকতা একটাই যশোর থেকে খুলনার দূরত্ব। টুর্নামেন্টের আগে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে, খুলনাতেও কিছু ম্যাচ আয়োজন করতে চায় কর্তৃপক্ষ।

বিসিবির দুই পরিচালক আ.জ.ম নাছির ও আকরাম খান চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি নিতে অনেক আগেই আগ্রহ প্রকাশ করেছিলেন। এখন পর্যন্ত বন্দর নগরীর ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পরিবর্তন হবে কি না, এ নিয়ে কোন সিদ্ধান্ত আসেনি।

পিবিএ/জেআই

আরও পড়ুন...