ডুরিয়ানের দাম ৭১ হাজার টাকা!

Durian

পিবিএ ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ায় কাঁঠালের মতো এক ধরনের ফল জন্মায় যার নাম ডুরিয়ান। ফলটি দেখতে অনেকটা কাঁঠালের মতো। গন্ধে ডুরিয়ান কাঁঠালকেও হার মানায়। এর গন্ধ এত তীব্র যে, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু কিছু স্থানে এই ফল নিয়ে ঢোকার উপরে নিষেধাজ্ঞা রয়েছে। সম্প্রতি সেই ডুরিয়ান নিয়ে আলোচনায় মগ্ন সোশ্যাল মিডিয়া। তবে এবারের আলোচনা ডুরিয়ানের উগ্র গন্ধ নিয়ে নয়, চড়া দামে বিক্রি হওয়া নিয়ে।

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের তাসিকমালায়া সুপার মার্কেটে প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল দু’টি ডুরিয়ান। সেই দু’টি ফলের প্রত্যেকটি বিক্রি হয়েছে এক হাজার মার্কিন ডলারে বা প্রায় ৭১ হাজার টাকা!

৭১ হাজার টাকায় বিক্রি হওয়া ওই ডুরিয়ানটি ছিল ‘জে-কুইন’ ব্র্যান্ডের। এই ব্র্যান্ডের ডুরিয়ান সবথেকে উত্কৃষ্ট মানের হয় বলে জানা গিয়েছে। গন্ধেও এই ধরনের ডুরিয়ানই সেরা। তবে কোন ডুরিয়ানপ্রেমী এত দাম দিয়ে এই ফল কিনেছেন তা জানা যায়নি। ইন্দোনেশিয়াতে ডুরিয়ানকে বলা হয় ‘ফলের রাজা। রাজকীয় দামই পেয়েছেন ‘রাজা’।

পিবিএ/জিজি

আরও পড়ুন...