পিবিএ,ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানানো হয় গত ২৪ ঘণ্টায় (৩১ জুলাই সকাল ৮টা থেকে ১ আগস্ট সকাল ৮টা) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২২২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ১ জন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিনের পক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ও চিকিৎসক আলাউদ্দিন আল আজাদ।
তিনি জানান, গত জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত ২৬১৭ জন ডেঙ্গুরোগী ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৯০০, মৃত্যুবরণ করেছেন ১১ এবং বর্তমানে ভর্তি আছেন ৭০৬ জন।
পিবিএ/বাখ