পিবিএ ডেস্ক: ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ । নোয়াখালী ও মাদারীপুরে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে তাদের মৃত্যু হয়। আর হাসপাতালে ভর্তি হচ্ছেন, নতুন নতুন রোগী।
নোয়াখালীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মোশাররফ হোসেন নামে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে।এছাড়াও জেলায় এখন পর্যন্ত আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৭৯ জন। মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নাদিরা আক্তার নামে এক গৃহবধু মারা গেছেন। এনিয়ে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো তিনজনের। এছাড়া সারাদেশের হাসপাতাল ও মেডিকেলে প্রতিদিনই ভর্তি হচ্ছেন ডেঙ্গু আক্রান্তরা। চিকিৎসকরা বলছেন, বেশিরভাগ রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে জেলায় আসছে।
পিবিএ/বাখ