পিবিএ ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ (সোমবার) আরো চারজন মারা গেছেন। সকালে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আবহাওয়াবিদ নাজমুল হকের অন্তঃসত্ত্বা স্ত্রী শারমিন আক্তার শাপলা মারা গেছেন।
এর কিছুক্ষণ পর মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রিপন হাওলাদার নামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক ব্যক্তি মারা যান। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে কুমিল্লায় সদর উপজেলার কাটানিসার গ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। কুমিল্লা থেকে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।
খোদ সরকারি হিসেবে এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। এর মধ্যে শুধু ঢাকা মেডিকেলেই মারা গেছে ১৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭০ জন। এ নিয়ে এ বছর মোট ডেঙ্গু জ্বরে আক্রান্ত সংখ্যা ২৪ হাজার আটশ চারজন।
পিবিএ/বাখ