পিবিএ ডেস্ক: ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এছাড়া এডিস মশা নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে যথাযথভাবে ওষুধ স্প্রে করার পর ২ সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে ২ সিটি মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) বায়ুদূষণ রোধে করা রিট আবেদনের শুনানিতে হাইকোর্ট এ আদেশ দেন।
শুনানিতে আইনজীবী মনজিল মোরসেদ জানান, রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে অর্থমন্ত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ডেঙ্গুর প্রকোপ কমাতে এখনই কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।
বায়ুদূষণ রোধের রিটের শুনানিতে সিটি কর্পোরেশনের পক্ষে আলাদা দুটি প্রতিবেদনে জানানো হয়, ডেঙ্গু রোধে সচেতনতা বাড়ানোসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
পিবিএ/আইকে