ডেঙ্গু নিয়ে হাইকোর্টে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন পেশ

হাইকোর্ট

পিবিএ,ঢাকা: ডেঙ্গু নিয়ে হাইকোর্টে প্রতিবেদন পেশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয়েছে সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে। আজ সোমবার(২৬ আগস্ট) হাইকোর্টে উপস্থাপিত স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিকে, ভারতীয় কোম্পানি থেকে আনা হয়েছে নতুন মশার ওষুধ ডেল্টামেথরিন। যা ১০ই আগস্ট থেকে ছিটানো হচ্ছে; হাইকোর্টে উপস্থাপিত দক্ষিণ সিটি করপোরেশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অন্যদিকে, ডেঙ্গু ও চিকনগুনিয়া সহ এই ধরনের অন্যান্য রোগ প্রতিরোধে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে হাইকোর্টে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

পিবিএ/বাখ

আরও পড়ুন...