ডেঙ্গু প্রতিরোধে নৌবাহিনীর স্কুল-কলেজগুলোতে এডিস মশা নিধন কর্মসূচি

পিবিএ ঢাকা: ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীর বিভিন্ন স্কুল-কলেজগুলোতে পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক সভা পরিচালিত হয়। আজ বৃহস্পতিবার (০৮-০৮-২০১৯) ঢাকাস্থ বিএন স্কুল এন্ড কলেজ এবং নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজে পরিচ্ছন্নতা অভিযান ও র‌্যালী কর্মসূচী পালন করা হয়।

এতে স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে। পরে সকলেই শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশগ্রহণ করে। নৌবাহিনীর সকল জাহাজ, ঘাঁটি, শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকাগুলোতে ডেঙ্গু রোগ প্রতিরোধে সকলের মধ্যে পরিস্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কমসূচী পালন করা হচ্ছে।

ইতিমধ্যেই চট্টগ্রাম নৌঅ লের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠান নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এছাড়া, কাপ্তাইস্থ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ ও কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর ব্যবস্থাপনায় স্থানীয় এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। পাশাপাশি এসকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তাছাড়া নৌবাহিনীর মেডিক্যাল টিম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে। এতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় চারপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

বিষয়টি ভয়াবহতা বিবেচনায় প্রতিটি নৌঅ লে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব রোধকল্পে ফগার ও স্প্রে মেশিনের মাধ্যমে কীটনাশক ছিটানোর উদ্যোগ নেয়া হয়েছে। সেইসাথে সকল নৌঅ লগুলোতে নিয়মিতভাবে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা সভা, লিফলেট বিতরণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

পিবিএ/রাশেদুল আলম খান/ইকে

আরও পড়ুন...