ডেবিট বা ক্রেডিট কার্ডের প্রতারণা থেকে বাঁচার কৌশল

পিবিএ, প্রযুক্তি ডেস্ক– অনলাইন শপিংয়ে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহারে রয়েছে প্রতারণার আশঙ্কা। অনলাইনে প্রতারণা থেকে বাঁচতে প্রয়োজন সতর্কতা।

Gmail বা Google ড্রাইভে ডেবিট/ক্রেডিট কার্ডের তথ্য সেভ করা উচিত নয়। সাইবার ক্যাফে থেকে অনলাইন লেনদেন না করে ব্যক্তিগত কম্পিউটার বা ল্যাপটপ থেকে অনলাইন লেনদেন করুন। তবে সাইবার ক্যাফের কোনও মেশিন বা ‘শেয়ার’ করা কম্পিউটার থেকে অনলাইন ব্যাংকিং করবেন না।

কম্পিউটার বা ল্যাপটপে ডেটার অটো-ফিলিং বাই ডিফল্ট এনাবল করা থাকে। এটা ইন্টারনেট সেটিংসে অটো-ফিলিং ডিসেবল করুন।
তবে ‘অনলাইন ট্র্যানস্যাকশন রিলেটেড ডেটা অ্যান্ড ফর্মস’ এনাবেল রাখবেন না। সব সময় ডিসেবল করে রাখবেন। সব ব্যাংকের অনলাইন ব্যাংকিংয়ে ভার্চুয়াল কি-বোর্ড ব্যবহারের সুযোগ থাকে। ভার্চুয়াল কি-বোর্ড ব্যবহার করুন। এতে হ্যাকিংয়ের আশঙ্কা কম থাকে।

অনলাইন লেনদেনের ক্ষেত্রে ওয়েবসাইটের URL-এ http: আছে কিনা দেখে নেবেন। ভেরিফায়েড ওয়েবসাইট থেকেই লেনদেন। কার্ড থেকে সিভিভি নম্বর মুছে দিন। তার আগে অবশ্যই নম্বরটি মনে রাখতে হবে। এর ফলে, কার্ড চুরি হলেও কেউ তা ব্যবহার করতে পারবে না।

নিশ্চিত না হয়ে কোনও লিংকে ক্লিক করা যাবে না। ইমেল বা এসএমএসে পাওয়া যে কোনও লিংকেই ক্লিক করবেন না। নিশ্চিত হয়ে তবেই ক্লিক করুন। বহু ব্যাংকের ভুয়া অ্যাপ বাজারে রয়েছে। অ্যাপ স্টোর ছাড়া অ্যাপ ডাউনলোড করবেন না। যে কোনও ব্যাংকের অ্যাপ ডাউনলোড করতে হবে, ভেরিফায়েড স্টোর ছাড়া অন্য কোথা থেকে ডাউনলোড করবেন না।

পিবিএ/এমটি/এএইচ

আরও পড়ুন...