পিবিএ ডেস্ক: নারী সৌন্দর্য যেন অনেকটাই নির্ভর করে এক মাথা সুন্দর আর স্বাস্থ্যোজ্জ্বল চুলের উপর। কিন্তু প্রায় সময়ই দেখা যায় আমাদের সাধের চুলগুলো ড্রাই আর ড্যামেজ হয়ে যায়। যার অন্যতম কারণ বাজারের বিভিন্ন কেমিক্যাল হেয়ার প্রোডাক্ট ব্যবহার, পরিবেশ দূষণ, পানির সমস্যা ও আমাদের গ্রহণ করা বিভিন্ন খাবারের বাজে প্রভাব। চুল সেটা যে উপায়েই নষ্ট হয়ে যাক সেই নষ্ট হয়ে যাওয়া চুলের সৌন্দর্য আর উজ্জ্বলতা ফিরিয়ে আনতে আমাদের চেষ্টার অন্ত থাকেনা। অনেকে বিভ্রান্ত হয়ে এমন সব হেয়ার ট্রিটমেন্ট নিয়ে ফেলেন যাতে চুলের ভালোর থেকে ক্ষতির পরিমাণটা বেশি হয়। সব সময় মনে রাখতে হবে যে প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরোয়াভাবে আপনি আপনার চুলের কোন প্রকার ক্ষতি ছাড়াই চুলের ড্রাই আর ড্যামেজ ভাব সারিয়ে তুলতে পারেন।আজকের লেখায় তাই আমরা জানবো ড্যামেজ ফ্রি এক্সট্রা হেলদি চুলের জন্য স্ট্রবেরির তৈরি হেয়ার প্যাক।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ড্যামেজ ফ্রি এক্সট্রা হেলদি চুলের জন্য স্ট্রবেরির তৈরি হেয়ার প্যাকঃ
উপকরণঃ
(১) ২০০ গ্রাম ফ্রেশ স্ট্রবেরি
(২) ২ টেবিল চামচ অলিভ অয়েল
(৩) ১\২ টেবিল চামচ নারিকেল তেল।
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ
প্রথমে স্ট্রবেরি ব্লেন্ডারে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করুন। এবার অলিভ অয়েল ও নারিকেল তেল যোগ করে পেস্ট বানিয়ে আপনার চুলে লাগান।
আপনার চুল নজরকাড়া সুন্দর, ড্যামেজ ফ্রি এক্সট্রা হেলদি ,স্মুথ, সাইনি ও মশ্চারাইজ করতে সামান্য এই স্ট্রবেরি মাস্কই যথেষ্ট।
পিবিএ/ইকে