পিবিএ,ঢাকা: সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে পুনর্গঠিত কমিটি-২০১৯ ঘোষণা করেছে গণফোরাম। দলটিতে যথারীতি সভাপতি আছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।
রবিবার (৫ মে) বিকেলে রাজধানীর মতিঝিলে কামাল হোসেনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নতুন এক কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ৮ বছর পর গত ২৬ এপ্রিল গণফোরামের বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। গত ৯ বছর ধরে গণফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন মোস্তফা মোহসীন মন্টু।
পিবিএ/এমএস