পিবিএ,ঢাকা: ঢাকা শহরকে হংকং-সিঙ্গাপুর বানানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
শনিবার (১৭ আগস্ট) সকালে কাকরাইলে ডেঙ্গু বিষয়ক অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।
মেয়র বলেন, ঢাকা উত্তরের প্রত্যেকটি ওয়ার্ডকে ১০ ভাগে ভাগ করে চিরুনি অভিযান চালানো হবে। সেই সাথে কোনো বাসায় যদি এডিস মশার লার্ভা পাওয়া যায় তবে জরিমানা করা হবে।
এছাড়া নতুন ও কার্যকর ওষুধ দেয়া হচ্ছে বলেও জানান মেয়র।
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় আরো সচেতন হতে হবে। পাঠ্যপুস্তকে গরুর রচনা না পড়িয়ে ডেঙ্গু মশা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পড়ানোর কথা বলেন মন্ত্রী।
তাজুল ইসলাম বলেন, এডিস মশাকে আমরা মোকাবেলা করব। অন্যান্য মশাকে মোকাবেলা করে ঢাকা শহরকে হংকং ও সিঙ্গাপুরের মত দৃষ্টিনন্দন সুন্দর শহরে রুপান্তর করব।
পিবিএ/ ইকে