পিবিএ,ঢাকা: আগেই শুরু হয়েছে ৩৬ ক্রিকেটারকে নিয়ে কন্ডিশনিং ক্যাম্প। এরই মধ্যে মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। একই দিন বিকেলে ঢাকায় আসার কথা রয়েছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর।
মঙ্গলবার সকাল সকালে ঢাকায় পা রেখেছেন বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট। তিনি অবস্থান করছেন গুলশানের পাঁচ তারকা আমারি হোটেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ওয়াসিম খান।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির ম্যানেজার সাব্বির খান শাফিন জানান, নেইল ম্যাকেঞ্জি (ব্যাটিং কোচ) আজ আসছেন না। তার আসতে ক’দিন দেরি হবে।
মূলত বিশ্বকাপে টাইগাররা আশানুরূপ ফলাফল না করতে পারায় টুর্নামেন্টের পরই বাংলাদেশ কোচিং বিভাগে বড় পরিবর্তন আনে বিসিবি। প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ ডমিঙ্গোকে। এছাড়া পেস বোলিং কোচ হিসেবে কোর্টনি ওয়ালশের পরিবর্তে চুক্তিবদ্ধ করা হয় আরেক দক্ষিণ আফ্রিকান কোচ ল্যাঙ্গাভেল্টকে। আর স্পিন বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে নিয়োগ দেওয়া হয়।
কোচদের আসার আগেই গতকাল সোমবার থেকে শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। যেখানে ৩৬ জনকে রাখা হয়েছে অনুশীলনের জন্য। তবে বুধবার থেকে ডমিঙ্গোর তত্ত্বাবধানে চলবে কন্ডিশনিং ক্যাম্প।
আগামী সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ব্যস্ত সূচি। এরপর জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।
পিবিএ/ইকে