ঢাকায় বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ১

রাজধানীর বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ কসমেটিকস পণ্য জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।

অভিযানে ফিরোজ আলম বাবু (৩৭) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীর বনশ্রীতে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত ফিরোজের বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস রয়েছে। পাশাপাশি তার বাবসার সামনে কসমেটিকস লোড করার সময়ে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। এই সকল পণ্য আখাউড়া সিমান্ত দিয়ে চোরাই পথে আনা হয়েছে। যার মধ্যে শরীরের রঙ ফরসাকারী চার ধরনের পণ্য রয়েছে। যার সংখ্যা ২৫ হাজারের বেশি। এর আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ টাকা।

এই পণ্যে আনুমানিক ৬ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে। এই তথ্য স্থানীয় ভাবে যাচাই করেছে ডিবি।

তিনি আরও বলেন, মূলত এই পণ্যগুলো দেশের স্থানীয় বাজারে ও অনলাইনে বিক্রি করা হতো। এই সকল পণ্যের গুনগত মান যাচাইয়ের সুযোগ থাকছে না। কারণ এই পণ্য কোথায় কারা তৈরি করেছে এবং পণ্যের মান যাচাই করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠাসের সেই সুযোগ থাকছে না। ফলে গ্রাহকদের ক্ষতি আশংকা থেকে যাচ্ছে।

বিভিন্ন সময় চোরাইমাল আটক হয় কিন্তু এর সঙ্গে জড়িত মূলহোতারা আড়ালে থাকছে। হোতাদের গ্রেফতারের বিষয় জানতে চাইলে ডিসি মিজান বলেন, গ্রেফতার ফিরোজ আমাদের জানিয়েছেন একটি চক্রের মাধ্যমে স্থলবন্দর এড়িয়ে সিমান্ত দিয়ে আসে। পরে সেটি ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে যায়। তবে এ ক্ষেত্রে স্থানীয় কিছু লোক জড়িত আছে। এই চক্রের প্রতিটি ধাপে ধাপে লোক আছে। এই চোরাচালানে একটি চেইন মেনে করা হয়। আমাদের যে মামলা নিয়েছি সেটার তদন্তে বেড়িয়ে আসবে। এবং এর মূলহোতাকে গ্রেফতার করা হবে।

সীমান্তে কোনো দূর্বলতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের সিমান্তে বিজিবি আছে। তারা সিমান্ত সুরক্ষায় কাজ করছে। আপনারা জানেন দেশের তিন দিক দিয়ে ভারতের সিঙ্গে সিমান্ত। এই বিশাল সিমান্তটি বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী সুরক্ষা দিচ্ছে। তবে যারা অপরাধী তারা ভিন্ন ভিন্ন কৌশল থাকে এবং তারা সময়ের সঙ্গে সেই কৌশল পরিবর্তন করে।

অভিযানের নেতৃত্ব দিয়েছেন ডিবি- তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোরশেদুল হাসান।

গ্রেফতার আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ডিবির এ কর্মকর্তা।

আরও পড়ুন...