ঢাকার ওয়ারেন্টভুক্ত আসামী গোপালগঞ্জে গ্রেফতার

 

গ্রেপ্তার
প্রতীকী ছবি

 

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে অভিযান চালিয়ে আজাদুর রহমান (৩১) নামে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহম্পতিবার দুপুরে শহরের বঙ্গবন্ধু কলেজের পাশ থেকে ওই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী আজাদুর রহমান কাশিয়ানী উপজেলার হাতিয়ারা গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

গোয়েন্দা পুলিশ ও মামলার বিবরনে জানাগেছে, ঢাকার বাসিন্দা সাজ্জাদ মতিয়ার পিয়ালের কাছ থেকে ১০ লাখ টাকা ধার নেয় গ্রেফতারকৃত আসামী আজাদুর রহমান। সাজ্জাদ ১০ লাখ টাকা ফেরত চাইলে আসামী আজাদুর রহমান নানা ভাবে টালবাহানা শুরু করে।

পরে উল্টো সাজ্জাদ মতিয়ার পিয়ালের কাছে টাকা পাবে দাবী করে তার ঢাকার বাসায় ঢুকে তাকে মারধর করে আজাদুর রহমান ও তার লোকজন। এঘটনায় মতিয়ার পিয়াল বাদী হয়ে ঢাকার মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন (নং ৪৮/১২২)।

এঘটনায় গোয়েন্দা পুলিশের একটি দল গোপালগঞ্জ শহরে অভিযান চালিয়ে আসামী আজাদুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পিবিএ/বিএস/হক

আরও পড়ুন...