ঢাকায় আসছেন ফিফার প্রেসিডেন্ট ইনফান্তিনো

পিবিএ ডেস্ক: ফুটবল কিংবদন্তি পেলে কিংবা আধুনিক বিশ্বের ফুটবল এর জাদুকর লিওনেল মেসি বাংলাদেশ সফর নিয়ে বেশ উদ্ভেগ আর উৎকন্ঠা বিরাজ করছে বাংলাদেশের ফুটবল প্রেমিদের। এছাড়াও সমসাময়িক ফুটবল এর খোজ খবর নিতে ১৮ই অক্টোবর ঢাকায় আসছেন ফিফা প্রসিডেন্ট।

বাংলাদেশে আসছেন ব্রাজিলের জার্সিতে তিনটি বিশ্বকাপ জয়ী তারকা পেলে। ‘চলো খেলি’ নামে একটি ক্রীড়া প্রতিষ্ঠান পেলেকে নিয়ে আসছে ঢাকায়। এই মাসেই স্বাধীন বাংলা ফুটবল দলকে সংবর্ধনা দেবে প্রতিষ্ঠানটি। সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে ‍উপস্থিত থাকবেন পেলে। এমনটাই জানা গেছে।

এরপর আগামি মাসে (নভেম্বরে) বাংলাদেশে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হওয়ার কথা ম্যাচটির। যেখানে প্রতিপক্ষ হিসেবে প্যারাগুয়ে হওয়ার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশ সফরে আসার আগ্রহ দেখিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রথমবারের মতো ঢাকায় আসবেন ফিফার ৯ম সভাপতি। সংক্ষিপ্ত এই সফরকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জানান। তার ইচ্ছাকে স্বাগত জানিয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সবকিছু ঠিক থাকলে ১৮ অক্টোবর ঢাকায় প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসবেন ফিফার প্রেসিডেন্ট।

পিবিএ/ ইকে

আরও পড়ুন...