ঢাকায় আসছে ‘স্পাইডারম্যান’

পিবিএ ডেস্ক: স্পাইডারম্যান সিরিজের প্রতিটি পর্বের জন্য সবসময় অধীর আগ্রহে থাকেন দর্শকরা। এবারও দর্শকরা অপেক্ষায় ছিলেন সিরিজটির নতুন পর্বের জন্য। অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গতকাল মঙ্গলবার (২ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘স্পাইডারম্যান ফার ফ্রম হোম’ সিনেমাটি। আগামী ৫ জুলাই ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি।

জন ওয়াটস পরিচালিত এ সিনেমায় স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এটি হবে স্পাইডারম্যান চরিত্রে হল্যান্ড অভিনীত দ্বিতীয় সিনেমা। আরেক জনপ্রিয় সুপারহিরো ঘরানার ‘অ্যাভেঞ্জার্স’ সিনেমার কয়েকটি বিশেষ দৃশ্যে দেখা গেছে এই অভিনেতাকে। নতুন পর্বে এবার নতুন এক শত্রুর মোকাবিলা করতে দেখা যাবে তাকে।

এক শিক্ষা সফরে ইউরোপ ভ্রমণে যান স্পাইডারম্যানের অলটার ইগো চরিত্রের পিটার পার্কার। ওই শিক্ষা সফরে যাবেন পিটারের পছন্দের আরেক শিক্ষার্থী এমজে। ভ্রমণে গিয়ে নিজের মতো করে সময় কাটানোর পাশাপাশি এমজেকে ভালোবাসার কথা জানাবেন পিটার। পিটারের প্রেমিকা এমজে চরিত্রে অভিনয় করেছেন গায়িকা ও অভিনেত্রী জেনডায়া।

সংবাদ সংস্থা রয়টার্সকে অভিনেতা হল্যান্ড বলেন, স্পাইডারম্যানকে নিউইর্য়কের কুইন্স এলাকা থেকে বিশ্বের বিভিন্ন শহরে পাঠানো হবে। তাকে লন্ডন, ভেনিস ও প্রাগে ঘুরে আসতে দেখা যাবে। সেই সাথে সিনেমার গল্পে দেখা যাবে- স্পাইডারম্যানের পোশাকে দেখা দিতে চাইছেন না পিটার। সুপারহিরোর ভূমিকা থেকে একটু বিরতি নিতে চান তিনি। কিন্তু যেখানেই যাচ্ছেন বিপদ তার পিছু নিচ্ছে। বেশ নাজুক পরিস্থিতিতে পড়ে যান স্পাইডারম্যান।

মার্ভেলের এক দশকব্যাপী চলে আসা সুপারহিরো সিরিজ অ্যাভেঞ্জার্স। সিরিজের শেষ পর্ব ‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’ যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই শুরু হবে স্পাইডারম্যানের নতুন সিনেমাটি। ভুয়া সংবাদ ও সংবাদকে বিকৃতভাবে উপস্থাপন করার বিষয়গুলোও তুলে আনা হবে এ সিনেমায়। নতুন চরিত্র কুয়েন্টিন বেকের ভূমিকায় অভিনয় করেছেন জ্যাক গাইলেনহাল। এ অভিনেতা বলেন, ‘আমরা এমন এক সময়ে বাস করি, যেখানে প্রচুর জটিলতার মধ্য দিয়ে এগুতে হয়। মানুষ জানে না, তার চারপাশে কীভাবে কী হচ্ছে।

স্পাইডারম্যান হোম কামিংয়ের মতো এই সিনেমাতেও স্পাইডির সঙ্গে থাকবে তার বেস্ট ফ্রেন্ড এবং ‘ম্যান ইন চেয়ার’ নেড লিডস। আবার পিটারকে বিরক্ত আর উত্যক্ত করার জন্য অবশ্য ফ্ল্যাশ থম্পসনও (টনি রেভলরি) থাকবেন। যদিও সিনেমাটির প্রকাশিত ট্রেইলারে দেখা যায়- ফ্ল্যাশের সঙ্গে পিটারের শত্রুতা থাকলেও সে স্পাইডারম্যানের বেশ বড় ভক্ত। ট্রেইলার দেখে এখনো বোঝার উপায় নেই মূল সিনেমাতে স্পাইডারম্যানের মেন্টর আয়রনম্যান থাকবে কিনা। তবে গুজব আছে, অ্যাড্রিয়ান টুমস (মাইকেল কিটন) অর্থাৎ হোমকামিং মুভির ভিলেন ভালচার সিনেমাটিতে থাকতে পারেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...