ঢাকায় পৌঁছেছে সোহেল রানার মরদেহ, প্রথম জানাজা ফায়ার সার্ভিস সদর দফতরে

shohel-rana-fireman-dead-bo

পিবিএ,ঢাকা: বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজে আহত এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে নিহত ফায়ারম্যান সোহেল রানার মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। সোমবার রাত পৌনে এগারোটার দিকে সোহেল রানার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টায় তার প্রথম জানাজা সম্পন্ন হবে ফায়ার সার্ভিস সদর দফতরে।

বিমানবন্দরে বাহিনীর পক্ষে ফায়ারম্যান সোহেলের মরদেহ গ্রহণ করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

পথম জানাজার পর তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

ফায়ার সার্ভিস সদর দফতরের পরিচালক (অপস অ্যান্ড মেইনটেইন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানান, মঙ্গলবার সকালে জানাজার আগে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানাকে সম্মান জানানো হবে।

বিউগলের সুরে ফায়ার সার্ভিসের পতাকায় মোড়ানো সোহেল রানার কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন ফায়ার সার্ভিসের চৌকস দল।

পিবিএ/এফএস

আরও পড়ুন...