পিবিএ, ঢাকা: এবার প্রথমবারের মতো শুরু হলো ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ যে সুন্দরী প্রতিযোগিতায় বিবাহিত, বিধবা ও তালাকপ্রাপ্ত নারীরা অংশ নিচ্ছেন।
এই প্রতিযোগিতার আয়োজন করেছে ‘অপূর্ব ডটকম’। এ প্রসঙ্গে প্রতিযোগিতার আয়োজক অপূর্ব আবদুল্লাহ বলেন, ‘এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য গত ২৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করেছেন প্রায় আট হাজার নারী। এঁদের মধ্য থেকে সবার ছবি ও জীবনবৃত্তান্ত দেখে ৫০০ প্রতিযোগী বাছাই করা হয়। পরে সাক্ষাতে আরো যাচাই-বাছাই করে ১০০ জন প্রতিযোগীকে বাছাই করা হয়েছে।’
বাছাইকৃত ১০০ জন প্রতিযোগীকে নিয়ে গতকাল শনিবার গ্রুমিং শুরু হয়েছে বলে জানিয়েছেন অপূর্ব আবদুল্লাহ।
তিনি আরো বলেন, ‘এখন ১০০ জন থেকে ৩০ জন বাছাই করা হবে। পরে গ্র্যান্ড ফিনালের জন্য শীর্ষ ২০ জনকে বাছাই করা হবে, সেখান থেকে চ্যাম্পিয়ন হবেন একজন।’
আগামী ৩০ নভেম্বর ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে ঢাকায় অনুষ্ঠিত হবে। যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডিসেম্বরে চীনে ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেবেন।
‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর বিচারক হিসেবে আছেন অপূর্ব আবদুল্লাহ, অভিনেত্রী জাহারা মিতু, মডেল অন্তু করিম প্রমুখ।
পিবিএ/জেডআই