ঢাকায় ভোগ্যপণ্য-ফার্মেসী ব্যতিত সকল বিপনী বিতান বন্ধ ঘোষণা


পিবিএ, ঢাকা : ঢাকা মহানগরের আওতাধীন নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্য ও ফার্মেসী ব্যতীত সকল বাণিজ্য বিতান ও শপিং মল আগামী ২৫ মার্চ ২০২০ইং বুধবার থেকে ৩১ মার্চ ২০২০ইং মঙ্গলবার পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঢাকা মহানগর দোকান মালিক সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রমণ রোধে করণিয় শীর্ষক এক আলোচনা সভায় সমিতির কার্যকরী কমিটির সদস্যরা এই সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৫ মার্চ ২০২০ইং বুধবার থেকে ৩১ মার্চ ২০২০ইং মঙ্গলবার পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সভায় আরো বলা হয়, দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। সব ধরনের পণ্য ন্যায্য মূল্যে জনসাধারণের কাছে বিক্রি করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন...