ঢাকায় সর্ববৃহৎ সাংবাদিক ও জনসংযোগ কর্মকর্তাদের মিলন মেলা

পিবিএ,ঢাকা: অনলাইন প্লাটফর্ম ফেসবুকভিত্তিক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপ “ইভেন্ট আপডেট” এর আয়োজনে ইতিহাস সৃষ্টিকারী বাংলাদেশের সর্ববৃহৎ সাংবাদিক ও জনসংযোগ কর্মকর্তা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে। “ইভেন্ট আপডেট” গ্রুপের অ্যাডমিন সালেহ মোহাম্মদ রশিদ অলক এর আয়োজনে বিকাল ৪.৩০ থেকে রাত ১০.৩০ পর্যন্ত ৬ ঘণ্টাব্যাপী এ মিলন মেলায় ১৭২ জন সাংবাদিক, জনসংযোগ কর্মকর্তা ও মিডিয়া প্রফেশনাল অংশগ্রহণ করেন।

প্রথম সেশনে বিকাল ৪.৩০ থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত রেজিস্ট্রেশন, নেটওয়ার্কিং, কফি পান ও নিজেদের মাঝে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় সেশনে সন্ধ্যা ৬ টা থেকে ৭.৪৫ পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখেন সাংবাদিক ও জনসংযোগ কর্মকর্তারা নিজেরাই। একুশে টিভির মিনালা দিবা, যুগান্তরের আর কে জান, ডেইলি বাংলাদেশের সোহেল রহমান এবং মাই টিভির নাহিদ কামাল এর সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল গান, কবিতা, অভিনয়, কৌতুক সহ হাসির অঢেল খোরাক।

৩০ মিনিট কফি পানের বিরতি শেষে ৮.১৫ মিনিটে শুরু হয় তৃতীয় সেশন। চলে রাত ৯.৪৫ পর্যন্ত। এই সেশনে টেলিভিশন, রেডিও, অনলাইন নিউজ পোর্টাল, জনসংযোগ, মিডিয়া পার্সোনাল, ব্র্যান্ড প্রফেশনাল সহ বিভিন্ন সেক্টর থেকে ২৪ জন তাদের সংক্ষিপ্ত বক্তব্য, নিজ সেক্টর নিয়ে কথা, এমন আয়োজনের প্রয়োজনীয়তা, ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনা মূলক উপদেশ ও বক্তব্য প্রদান করেন।

বক্তব্য সেশন শেষে রাত ৯.৪৫ মিনিটে কুপন ড্রয়ের মাধ্যমে তিনজন ভাগ্যবান বিজয়ীর হাতে কিংস্টন হাসপাতালের সৌজন্যে পুরষ্কার দেয়া হয়। এসময় আগামীতেও এমন আয়োজন হবে এই দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন সবাই। সবার মতামতের ভিত্তিতে পরবর্তী মিলনমেলার সম্ভাব্য তারিখ ২০২০ সালের ১০ জানুয়ারি ঠিক করা হয়। অতঃপর ডিনারে অংশগ্রহণ করে রাত ১০.৩০ এ সবাই নিজেদের মাঝে শুভেচ্ছা বিনিময় করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

 

মিলন মেলায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ, বার্তাসংস্থা প্রেস বাংলা এজেন্সি-পিবিএ সম্পাদক ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন- বিওজেএ’র কেন্দ্রীয় সভাপতি জাহিদ ইকবাল, এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি হুমায়ন চিশতী, চ্যানেল 24 এর প্রতিবেদক ফয়জুল সিদ্দিকী, দৈনিক দেশ রূপান্তর প্রতিবেদক কবির হোসেন, রেডিওটুডে প্রতিবেদক হাসিব বিল্লাহ, বাংলানিউজ২৪ এর প্রতিনিধি মাহিবল আলম সবুজ, দেশ রূপান্তরের প্রতিবেদক এমদাদুল হক, পিবিএ’র বিশেষ প্রতিনিধি জিসাদ ইকবাল, গাজী টিভির প্রতিবেদক আল্লামা ইকবাল অনিক, নিজলক্রিয়েটিভ ফটোগ্রাফির আবু সুফিয়ান, নাগরিক বার্তার প্রতিবেদক আলামিন রাজু, দৈনিক ঢাকার ডাক এর প্রতিবেদক আব্দুল্লাহ আল সাফি, ইটিভি অনলাইনের সিনিয়র রিপোর্টার আউয়াল চৌধুরী, বাংলা টিভির প্রতিবেদক বুলবুল আহমেদ, ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ, আসাদুর রহমান, নিউজ-বাংলাদেশের প্রতিবেদক সাখাওয়াত প্রিন্স, আনন্দ টিভির প্রতিবেদক নুরে-আলম জীবন, আমাদের অর্থনীতির সিনিয়র রিপোর্টার সমীরন রায়, রেডিও টুডের প্রতিবেদক রাজিবুল মিজান, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট লিয়াজোঁ অফিসার আব্দুল মমিন, মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, এবিসি নিউজের সিনিয়র রিপোর্টার সাইফুর রহমান, মানবজমিনের প্রতিবেদক শাহনেওয়াজ বাবলু, বাংলাদেশ সংবাদ সংস্থা খায়রুজ্জামান কামাল, দৈনিক জনকন্ঠের প্রতিবেদক ওয়াজেদ হীরা, আমাদের নতুন সময় এবং আমাদের অর্থনীতি পত্রিকার সিটি এডিটর আসাদুজ্জামান সম্রাট, এশিয়ান টেলিভিশনের প্রতিবেদক কাউসার আহমেদ, বৈশাখী টেলিভিশনের প্রতিবেদক আশিক মাহমুদ, এশিয়ান এজ পত্রিকার প্রতিবেদক শাহপরান হক, একুশে টেলিভিশনের প্রতিবেদক তবিবুর রহমান, বিবার্তা প্রতিবেদক খলিলুর রহমান স্টালিন, পূর্বপশ্চিমবিডি প্রতিবেদক, দৈনিক আমার সংবাদ এর প্রতিবেদক মাহমুদুল হাসান, বাংলাদেশ জার্নালের প্রতিবেদক মাহফুজ আহমেদ, প্রতিবেদক সোহেল রহমান, বাংলাদেশ টেলিভিশনের প্রতিবেদক কুমার বিশ্বজিৎ রায়, মাই টিভির প্রতিবেদক নাহিদ কামাল, সময় টিভির প্রতিবেদক শাকিল, শহিদুল ইসলাম স্বাক্ষর, মোহনা টিভির প্রতিবেদক শাহজাহান চৌধুরী, দৈনিক মানবকণ্ঠের প্রতিবেদক সেলিম আহমেদ, চ্যানেল আইয়ের প্রতিবেদন সৌমিক আহমেদ, আধুনিক কৃষি খামার অনলাইনের নির্বাহী সম্পাদক শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের জনসংযোগ কর্মকর্তা সুব্রত মন্ডল, মাসিক বাঙালি পত্রিকার সম্পাদক আশিকুর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার জনসংযোগ সোহেল হাসান নিপু, নিউজ২৪ এর প্রতিবেদক মোস্তফা, মোহনা টিভির প্রতিবেদক মনিরুল ইসলাম মনি, পিআর এজেন্সি এশিয়াটিকের রাজু, যুগান্তরের প্রতিবেদক আরকে জান, এফবিসিসিআই জনসংযোগ কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জনি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জনসংযোগ কর্মকর্তা আকরামুল হক, রিহ্যাবের জনসংযোগ কর্মকর্তা রশিদ বাবু, সোনারগাঁ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা নাহিদ হাসান, সৌরভ ভূঁইয়া, এনটিভির বিশেষ প্রতিনিধি মাকসুদুল হাসান, প্রতিবেদক জামান,বিডিনিউজ এর প্রতিবেদক জয়ন্ত সাহা জয়, ঢাকা শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আব্দুল হাকিম, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল, দৈনিক সকালের সময় প্রতিবেদক সাইফুল হক পাটোয়ারী, সময় টিভির প্রতিবেদক অবায়দুল্লাহ আল মামুন, দৈনিক সকালের সময় এর সিনিয়র রিপোর্টার শহিদুল হক পলাশ, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা হাবিবুর রহমান খান, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান, দৈনিক ইনকিলাবের প্রতিবেদক ইয়াসিন রানা, বাংলা ট্রিবিউন এর প্রতিবেদক অভি, ঢাকা টাইমস প্রতিবেদক সালেকিন তারিন, jagonews24 এর শেকৃবি প্রতিনিধি রাকীব হাসান, বেঞ্চমার্ক পিআর পরিচালক এ এস এম আসাদুজ্জামান, একুশে টিভি অনলাইনের প্রতিবেদক রেজাউল করিম, দৈনিক আমার সংবাদ এর প্রতিবেদক আব্দুর রহিম, দৈনিক প্রথম কথার প্রতিবেদক শাহ আলম, এসএটিভি’র প্রতিবেদক সীমান্ত, ঢাকা টাইমসের প্রতিবেদন কাজী রফিক, banglanews24 প্রতিবেদক সোলায়মান হোসেন শাওন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের জনসংযোগ কর্মকর্তা ইমরান হোসেন, ফটো জার্নালিস্ট বাবুল তালুকদার, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ওয়াহিদ আহমেদ, ব্রেকিং নিউজের প্রতিবেদক তন্ময়, সময় টিভির প্রতিবেদক রোজিনা রোজী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা এহতেরামুল হক, ডিবিসি নিউজের প্রতিবেদক মাহমুদ, দৈনিক নওরোজ এর প্রতিবেদক মাসুম বিল্লাল, জনসংযোগ কর্মকর্তা সাঈদ সাব্বির আহমেদ, বিবার্তা প্রতিবেদক আকরাম হোসেন, বি এন নিউজ এর প্রতিবেদক আব্দুল হামিদ, নিউ নেশনের শেকৃবি প্রতিনিধি আব্দুল্লাহ আল যুবায়ের, বাংলা এজেন্সির নির্বাহী সম্পাদক ইকবাল, ব্র্যান্ড প্র্যাকটিশনার ইলিয়াস, অর্থসূচকের আতাউর রহমান, বার্তা বাজারের সম্পাদক নাসির উদ্দিন, ব্যাংক এশিয়ার জনসংযোগ ইনচার্জ এম এ ওয়াদুদ, যমুনা টেলিভিশনের প্রতিবেদক রাজিব আহমেদ, সময় টিভির প্রতিবেদক ফারুক হোসেন ভূঁইয়া, এনটিভি অনলাইনের প্রতিবেদক ফখরুল ইসলাম শাহীন, ভোরের কাগজ এর প্রতিবেদক রাশেদ আলী, দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদক মনিরুল ইসলাম রোহান, প্রথম আলোর প্রতিবেদক নাজমুস সাকিব, দৈনিক মানবজমিনের ফটো জার্নালিস্ট জীবন আহমেদ, দৈনিক জাগরনের প্রতিবেদক আল-হেলাল শুভ, বাংলাদেশ জার্নালের প্রতিবেদক মাহফুজুর রহমান, চ্যানেল আইয়ের প্রতিবেদক মাহবুব মোর্শেদ, ডেইলি বাংলাদেশের প্রতিবেদক জাফর আহমেদ, শফিউল আজম, ব্রেকিং নিউজ এর প্রতিবেদক আহমেদ ফেরদৌস খান, পূর্ব-পশ্চিমের প্রতিবেদক শাহ মোঃ সাইফুল ইসলাম, বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদক শফিকুল ইসলাম, দৈনিক যুগান্তরের প্রতিবেদক বিল্লাল হোসেন, ঢাকা মেইল এর প্রতিবেদক একে আজাদ, বাংলাদেশ বেতারের প্রতিবেদক আসিফ ইকবাল, বাংলাভিশনের সিনিয়র রিপোর্টার তৈমুর রশীদ, ব্রেকিং নিউজের প্রতিবেদক, নয়াদিগন্তের প্রতিবেদক মোরশেদ মুকুল, দীপ্ত টিভির প্রতিবেদক মাহমুদুল আরিফিন মাসুম,জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এইচএম এরশাদের সাবেক প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী, চ্যানেল আইয়ের প্রতিবেদক শহীদুল্লাহ্ রাজু, বাংলাদেশ জালালের প্রতিবেদক শাহনেওয়াজ সুমন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ জাকির হোসেন, একুশে টেলিভিশনের প্রতিবেদক মিনাল দিবা, শেয়ারবিজ প্রকাশক শেখ সাজিদ, রেডিও ধ্বনি প্রতিবেদক নেওয়াজ শরীফ, দৈনিক যুগান্তরের অনলাইন ইনচার্জ মিজানুর রহমান সোহেল, বাংলাদেশ সংবাদ সংস্থা সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ আরো শতাধিক সাংবাদিক ও জনসংযোগ কর্মকর্তা।

সাংবাদিক ও জনসংযোগ কর্মকর্তা মিলনমেলায় স্পন্সর হিসেবে ছিল বিজ্ঞাপনী সংস্থা ব্র্যান্ড বুষ্ট, পিআর এজেন্সি টাইমস পিআর এবং অনলাইন গণমাধ্যম পলিটিক্সনিউজ২৪, ভেন্যু পার্টনার কৃষিবিদ ইনস্টিটিউশন, প্রিন্ট পার্টনার প্রিন্ট ভ্যালি, ফটোগ্রাফি পার্টনার বিডি ইভেন্ট, কফি পার্টনার নেস্ক্যাফে।

মিলনমেলা আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন সাদ্দিফ অভি, আজাদ কালাম, রাহাত হোসেন, সাহাবউদ্দিন ইসলাম জনি, জাফর আহমেদ, নাসির উদ্দিন, আর কে জান, শাহ মোঃ সাইফুল ইসলাম, মাহবুব মোর্শেদ, নূরে আলম জীবন, আব্দুল হামিদ, খলিলুর রহমান স্টালিন, শাফি বিল্লাহ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...