ঢাকা অফিসার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন বাঙলা কলেজের অধ্যক্ষ

পিবিএ,ঢাকা: গতকাল ১৭ জানুয়ারি রোজ শুক্রবার ২০২০ অনুষ্ঠিত ঢাকা অফিসার্স ক্লাবের নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে ২য় মেয়াদে নির্বাচিত হয়েছেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.ফেরদৌসী খান।

১৯৬৭ সালে মাত্র ২৭ জন সদস্য নিয়ে প্রতিষ্ঠিত হয়। অফিসার্স ক্লাব বাংলাদেশের অন্যতম সেরা কমিউনিটি ক্লাবগুলোর একটি। মূলত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কর্মরত কর্মকর্তারা এই ক্লাবের সদস্য হয়ে থাকে।

প্রফেসর ড.ফেরদৌসী খান তার কর্ম জীবনে অনেক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ইতিপূর্বে ঢাকা অফির্সাস ক্লারের চারবার নির্বাহী সদস্য ও একবার যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রফেসর ড. ফেরদৌস খান বলেন “আমি একজন পরিশ্রমী মানুষ। আমি দায়িত্ব নিতে পছন্দ করি এবং দায়িত্বটা উপভোগ করি। আমাকে ২য় মেয়াদে ঢাকা অফিসার্স ক্লাবের যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় জন্য আমার সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সকল ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আমার সর্বোচ্চ শ্রম ও মেধা দিয়ে এই মহান দায়িত্ব পালনের চেষ্টা করব। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।

অধ্যক্ষ,ড. ফেরদৌস খান পটুয়াখালী জেলার মির্জাগঞ্জের কৃতি সন্তান।তিনি প্রয়াত মোঃ মোয়াজ্জেম হোসেন খানের কন্যা।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...