পিবিএ,ঢাকা: ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা)’র আয়োজনে ১৯তম আন্তজার্তিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০১৯ আগামী ৮ ফেব্রয়ারি শুক্রবার সকাল ১০টায় জাতীয় মাসজিদ বায়তুল মোকাররম চত্বরে শুরু হতে যাচ্ছে।
এই বছর ইরানের ক্বারি হামীদ শাকেরনেজাদ, তুরস্ক থেকে ক্বারি ইয়াশার চৌহাদার, ফিলিপাইন থেকে ক্বারি নু’মান পিমবায়াবায়া, সাউথ আফ্রিকা থেকে শাইখ আব্দুর রহমান সা’দিয়ান এবং মিশর থেকে শাইখ ইয়াসির মাহমুদ শারকাওঈ সম্মেলনে অংশগ্রহণ করবেন। সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শীর্ষস্থানীয় ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু করেছিলেন শাইখুল কুররা মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ । শাইখুল কুররা মাওলানা ক্বারি মুহাম্মাদ ইউসুফ রহ. আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা(ইক্বরা)’ এর প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের সাবেক প্রধান ক্বারী।
এই বছর সম্মেলনে সভাপতিত্ব করবেন ইক্বরা’র বর্তমান সভাপতি, বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
সম্মেলনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে পিএইচপি ফ্যামিলি এবং সার্বিক সহযোগিতায় রয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
পিবিএ/জেডআই