ঢাকা ও খুলনায় বন্দুকযুদ্ধে নিহত ২

পিবিএ ডেস্ক: রাজধানীর খিলগাঁও ও খুলনার ডুমুরিয়া উপজেলায় বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
খুলনা: খুলনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম বিকাশ কুমার দে (৪০)। র‌্যাবের দাবি, নিহত বিকাশ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে। বিকাশ ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকার বীরেন দের ছেলে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র‌্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার আশরাফ জানান, বুধবার রাত ১টার দিকে গোপন খবর পেয়ে র‌্যাব সদস্যরা ডুমুরিয়া উপজেলার ধানিবুনিয়া শ্মশানঘাট এলাকায় অভিযানে যায়।
এসময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে বিকাশ দে গুলিবিদ্ধ হন।
তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক বিকাশকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ৫৫বোতল ফেনসিডিল ও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় র‌্যাবের তিনজন সদস্যও আহত হয়েছেন বলে দাবি র‌্যাবের।
অপরদিকে রাজধানীর খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বলেন, থানার নাকডারপাড়া বাসস্ট্যান্ডের পাশের একটি জায়গা থেকে একজন গুলিবিদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশটি এখন মর্গে রয়েছে।
এসআই রুহুল আমিন বলেন, ‘আমরা শুনেছি গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে রাতে এখানে একটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।’ তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...