দেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল এজেন্সী (ওটিএ) ট্রিপ লাভার এবং বৃহত্তম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আসন্ন ঢাকা ট্রাভেল মার্ট ২০২২ এর যথাক্রমে টাইটেল স্পন্সর ও কো-স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন মেলার ১৭তম এই আসরটি আয়োজন করছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা দা বাংলাদেশ মনিটর।
গতকাল, ২১জুন ২০২২ রাজধানীর ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে এতদ্বসংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, ট্রিপ লাভার লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অফ অপারেশন্স নিশা তাসনীম শেখ এবং বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম।
অনুষ্ঠানে প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে কাজী ওয়াহিদুল আলম বলেন, “আমার বিশ্বাস, করোনা মহামারীর কারনে গত ২বছরে বিপর্যস্ত পর্যটন খাতের পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করতে সহায়তা করবে ঢাকা ট্রাভেল মার্ট”। তিনি ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং ট্রিপ লাভারকে প্রদত্ত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই পার্টনারশীপ আগামী বহুদিন অব্যহত থাকবে এবং দেশের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সহায়ক ভূমিকা রাখবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন সঠিক সময়ে ঢাকা ট্রাভেল মার্ট আয়োজনের জন্য বাংলাদেশ মনিটরকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্বজুড়ে ২বছরব্যাপী ভ্রমণ নিষেধাজ্ঞার পর দেশী – বিদেশী এয়ারলাইন ও পর্যটন পণ্যগুলোকে পর্যটকদের সামনে তুলে ধরার একটি অনন্য সুযোগ তৈরী করবে আসন্ন পর্যটন মেলা।
৩দিনব্যাপী ঢাকা ট্রাভেল মার্ট ২০২২ আগামী ২-৪জুন, ২০২২ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে অনুষ্টিত হবে। এবারের মেলায় অংশ নিচ্ছে এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর এবং ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত সেবা প্রদানকারী বিভিন্ন দেশী-বিদেশী প্রতিষ্ঠান।
ক্যাপশনঃ আন্তর্জাতিক পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট ২০২২ এর টাইটেল স্পন্সরশীপ এবং কো-স্পন্সরশীপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন, ট্রিপ লাভার লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অফ অপারেশন্স নিশা তাসনীম শেখ এবং বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্যান্যরা। পর্যটন মেলাটি ২জুন ঢাকায় শুরু হচ্ছে।