ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ নেতা মুরাদ গ্রেফতার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরা থেকে ডিবি লালবাগ বিভাগের সদস্যরা তাকে গ্রেফতার করে। ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে ডিবি। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ৬টি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে তোলা হবে। অভিযানের নেতৃত্বে ডিবি লালবাগ বিভাগের এডিসি নুরে আলম।

আরও পড়ুন...