ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ১৩ চাঁদাবাজ আটক

পিবিএ ডেস্কঃ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১৩ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
শুক্রবার (৩১ মে) বিকেলে সাইনবোর্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন।
তিনি জানান, শুক্রবার সকালে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড় থেকে তাদের আটক করা হয়। সেসময় তাদের কাছ থেকে নগদ ৪৯ হাজার টাকা ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকরা হলো- শরিফ (৩০), সৈয়দ আহসান উদ্দিন ওরফে জুয়েল (৩৬), জলিল মিয়া (৪২), মো. মাসুদ (৩৬), মো. সিদ্দিক (২০), ফারুক হোসেন (৬৩), শফিকুল ইসলাম (৩০), সোরাব হোসেন সর্দার (৭০), রিপন শিকদার (৩৫), সাকিল ইসলাম ভূঁইয়া (২৪), সোহেল (২৬), মো. মাসুদ ওরফে হাবিব (৩২) ও মাহমুদুন নবী অপু (২৬)।
আলেপ উদ্দিন জানান, মহাসড়কের বিভিন্ন এলাকায় পরিবহন থেকে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে অভিযান চালিয়ে ১৩ জন চাঁদাবাজকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...