করোনা সংক্রমণ আতংক

ঢাকা-নারায়নগঞ্জ-গাজীপুর থেকে কুড়িগ্রামে শতাধিক শ্রমিক

মমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম : দেশের বিভিন্ন জেলা থেকে কুড়িগ্রামে শ্রমিক ফেরা থামছেই না কোনভাবে। প্রশাসনের নজরদারীর মাঝেও আসছে শত শত শ্রমিক।

রোববার সকালে শতাধিক লোকজন আসলেও বেশিরভাগ পালিয়ে যায়। এদিকে পুলিশ ৪০জনের মত তালিকা করে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, দুটি ট্রাক ও দুটি প্রাইভেটকারে লোকজন এসেছে। ৪০ জনের মত তালিকা করা হ”েছ। এ সময় তিনি বলেন সারাদেশের কড়াকারি থাকলেও কিভাবে এসব লোকজন আসছে বোঝা যাচ্ছে না। ওইসব এলাকার প্রতিষ্ঠান ও বাড়ির মালিকগণ তাদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছে।

প্রশাসনকে ফাঁকি দিতে রাতের আধারে ট্র্যাক, নৌকাসহ বিভিন্ন যানবাহনে করে আসছে করোনাভাইরাসের রেড জোন নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে। এসব শ্রমিকের বেশির ভাগ এসে প্রশাসনকে ফাঁকি দিয়ে চলে যায়।

তারা হোম কোয়ারেন্টাইন মানছেন না। তারা হাটবাজারসহ সবখানে ঘুড়ে বেড়াচ্ছে। এতে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মাঝে।

জেলায় এ পর্যন্ত দুইজনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ দুজনই ঢাকা থেকে ফেরত হওয়ায় আরও বেশি করে স্থানীয়দের ভাবিয়ে তুলেছে।

পিবিএ/মমিনুল ইসলাম বাবু/মোআ

আরও পড়ুন...