ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্টস ফোরামের আত্মপ্রকাশ

পিবিএ,ঢাকা: ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে স্লোগানকে সামনে রেখে ঢাকা সিটি কর্পোরেশনে স্থায়ীভাবে বসবারত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হলো ঢাকা মেট্রোপলিটন জার্নালিস্টস ফোরাম (ডিএমজেএফ)।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কাওরানবাজারের একটি রেস্টুরেন্টে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ করে।

সর্বসম্মতিক্রমে সংগঠনের আহ্বায়ক করা হয় একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফারজানা শোভাকে এবং সদস্য সচিব করা হয়েছে বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) সিনিয়র রিপোর্টার (বঙ্গভবন প্রেস উইং সংযুক্ত) শফিকুল ইসলামকে (রাসেল)।

এছাড়া অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক নয়া দিগন্তের অনলাইন এডিটর মোহাম্মদ হাসান শরীফ, ইংরেজি দৈনিক দ্য নিউ নেশনের সিনিয়র ফটো জার্নালিস্ট মইন উদ্দিন আহমেদ, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন ও দৈনিক আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার রাহাত হুসাইন।

মুলধারার গণমাধ্যমে কর্মরত ঢাকা মহানগরে স্থায়ীভাবে বসবাসকারী পেশাদার সাংবাদিকদের নিয়ে এই প্ল্যাটফর্ম তৈরী করা হয়েছে। যেখানে সদস্যদেত পেশাগত মানোন্নয়নই মূল লক্ষ্য বলে জানান সংগঠনের আহ্বায়ক ফারজানা শোভা।

সদস্য সচিব শফিকুল ইসলাম (রাসেল) বলেন, পেশাদার সাংবাদিকদের নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ সংগঠন কাজ করবে। পাশাপাশি পৃথিবীর অন্যান্য দেশের সাংবাদিকদের সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম হবে ডিএমজেএফ।

আলোচনায় আহ্বায়ক কমিটির শীর্ষ ব্যক্তিরা বলেন, ধারাবাহিকভাবে সদস্যদের পেশাগত নিরাপত্তা ও নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করবে এ ফোরাম। এছাড়া পেশাদার সাংবাদিকদের স্বীকৃতির জন্য প্রেস কাউন্সিলকে আরো জোরদার ভূমিকা রাখারও তাগিদ দেন উপস্থিত নেতারা। নবগঠিত কমিটির প্রথম সভায় নতুন সদস্য আহবানেরও সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন...