ঢাকা মেডিকেল থেকে আরো ১০টি লাশ হস্তান্তর, চিকিৎসাধীন ৮জন

পিবিএ, ঢামেক: বনানীর এফ আর ভবনে আগুনে নিহত ১০ জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতরাত ২ টা থেকে আজ সকাল ৮ টা পর্যন্ত এই লাশগুলো হস্তান্তর করা হয়।

সিআইডি’র ফরেনসিক বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হক জানান, ঢাকা মেডিকেল কলেজ মর্গে থেকে ৯টা লাশ বিনা ময়না তদন্তে হস্তান্তর করা হয়েছে। শুধু আহমদ জাফরের (৫৯) লাশ সকালে ময়না তদন্ত করে তারপর হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রত্যেকটি লাশ তার পরিবার ভালো ভাবে সনাক্ত করতে পারায় কোনো লাশেরই ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়নি।

এদিকে এই ঘটনায় ঢাকা মেডিকেলে ৮ জন চিকিৎসাধীন রয়েছে। তারা হলেন বার্ন ইউনিটে চিকিৎসাধীন আবু হোসেন (৩৫), রেজওয়ান আহমেদ (৩৫), সাব্বির আলী মৃধা (১৯), তৈকির ইসলাম (৩১), ও আব্দুস সবুর খান (৪২)। আর জরুরী বিভাগে চিকিৎসাধীন রয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টাফ অফিসার উদ্দিপন ভক্ত (২৯) ও স্টেশন অফিসার হাবিবুল্লাহ খান (৩০), নীলিমা আক্তার (৩০)।

বার্ন ইউনিটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন এই তথ্য জানান।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...