ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হওয়া নবজাতকের মৃত্যু

পিবিএ,ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের বাথরুম থেকে উদ্ধার হওয়া মেয়ে নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতরাতে হাসপাতালের এনআইসিইউ’তে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় গতরাতে নবজাতকটি মারা গেছে।
তিনি জানান, গতকাল রবিবার ভোর ৬ টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৫০২ নম্বর ওয়ার্ডের বাথরুমে এক বাচ্চার কান্না শুনতে পায় ওয়ার্ডের রোগীর স্বজনরা। পরে তারা বাথরুমে গিয়ে জীবিত মেয়ে নবজাতকটি দেখতে পায়। পরে আনসার এবং পুলিশে খবর দিলে নবজাতকটিকে উদ্ধার করে এনআইসিইউ’তে ভর্তি করা হয়।
তিনি আরো জানান, নবজাতকটির ওজন ছিলো ৮শ গ্রাম। প্রথম থেকেই তার শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যা ছিলো। ধারণা করা হচ্ছে, কেউ জীবিত অবস্থায় নবজাতকটি বাথরুমে ফেলে গিয়েছিলো।
পিবিএ/এমআই

আরও পড়ুন...