ঢাক ঢোল পিটিয়ে গাছের বিয়ে!

tree-maraze-PBA

পিবিএ,ঠাকুরগাঁও: মানুষের বিয়ের সাথে বিয়ে হচ্ছে গাছেরও। দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঢাক ঢোল পিটিয়ে এ বিয়ের আয়োজন করা হয়। অবিশ্বাস্য হলেও এমন আয়োজন করা হয়েছে দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। এই বিয়েতে বর ও কনের মঙ্গল হবে কি না কেউ জানে না। তবে মানুষের মঙ্গল হবে বলেই বিশ্বাস গ্রামবাসীদের।

শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের মলানখড়ি গ্রামের খগেন্দ্র বর্মনের আয়োজনে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী বিয়ের।

বিয়ের পাত্র হিসেবে ছিল পাকুর গাছ ও পাত্রী বট গাছ। সাধারণ বিয়ের মতোই কলা গাছ দিয়ে মন্ডপ তৈরি করে, বট গাছকে কন্যার মতো শাড়ি এবং পাকুর গাছকে পাত্রের মতো ধুতি পরিয়ে সাজিয়ে নেওয়া হয়। পরানো হয় টোপর, হয়েছে গায়ে গলুদ, মালা বদল, শুভ দৃষ্টিও। এরপরে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয় বট ও পাকুর গাছের। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস হিন্দু শাস্ত্র মতে এতে আসবে মঙ্গল ও শান্তি।

বছরের পর বছর চলে আসছে গাছ বিয়ের এই প্রথা। এই বিয়ে গাছের ছেলে ও মেয়ে পক্ষের সম্পর্ক যেমন অটুট রাখে তেমনি মানুষ ও গাছের সম্পর্ক দৃঢ় করে।

ব্যতিক্রমী এই আয়োজনে আশপাশের প্রায় সাতটি গ্রামের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কমতি ছিলনা খাওয়ার আয়োজনও। অনেক সন্ন্যাসী এবং বৈষ্ণব সম্প্রদায়ের লোকজন থাকায় খাওয়ানো হয় নিরামিষ।

পিবিএ/এফএস

আরও পড়ুন...