পিবিএ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ছাদ থেকে একটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ১০টা ৪৫ মিনিটে মধুর ক্যান্টিন ও ডাকসু ভবনের মাঝখানের রাস্তায় ককটেলটির বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগের মতোই কলা ভবনের ছাদ থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। কে বা কারা এর সঙ্গে জড়িত তা চিহ্নিত করা যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।
পিবিএ/এএম