পিবিএ,ঢাবি: অতি সাম্প্রতিক সময় রাজধানী ঢাকাসহ সারা বাংলাদেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়েও এই ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। সাম্প্রতিক ঢাকা বিশ্ববিদ্যালয় এর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ফাইন্যান্স বিভাগের এম.বি.এ এর শিক্ষার্থী ফিরোজ কবির স্বাধীন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বঙ্গবন্ধু হলের পাশে পুকুর নামক একটি বড় ডোবা অবস্থিত যেটি এডিস মশা বংশবিস্তারের উত্তম জায়গা।
শুধুমাত্র নালা বা ডোবা নয় এডিস মশা বংশবিস্তার করে স্বচ্ছ পানিতে, ফুলের টবে,ডাবের খোসায়,জানালার পর্দায়, বেডের নিচে,টেবিলের নিচে সহ বিভিন্ন ময়লা আবর্জনাযুক্ত জায়গায়। বঙ্গবন্ধু হলের ডোবার একটু পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬টি আবাসিক হল অবস্থিত যথা -জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দিন হল, বিজয় ৭১ হল, সূর্যসেন হল এবং স্যার পি.জে হার্টজ ইন্টারন্যাশনাল হল।
এই হলগুলোর শিক্ষার্থীরা ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে যা খুবই মর্মান্তিক আকার ধারণ করছে। এমন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেঙ্গুর বংশবিস্তার রোধ করতে বঙ্গবন্ধু হলের পাশে ডোবা সংস্কার, ময়লা আবর্জনা যথাযথভাবে পরিষ্কার, মশক নিধন কর্মসূচি গ্রহণ, হল প্রভোস্টের নেতৃত্বে হলের শিক্ষার্থীদের মাঝে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত মশারি বিতরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিশেষে বলা যায় যে, এই ডেঙ্গু মহামারি রূপে সারা বাংলাদেশ ছড়িয়ে যাওয়ার পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.মো.আক্তারুজ্জামান স্যারের আশু ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
পিবিএ/ওসমান গনি/বিএইচ