ঢাবির গ ইউনিটের পরীক্ষায় আসনপ্রতি লড়ছেন ২২ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ১ম বর্ষ বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার। বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।
এ ইউনিটের ১ হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ২৭ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছে ২২ জন পরীক্ষার্থী।

‘গ ‘ ইউনিটের এ পরীক্ষায় বহুনির্বাচনী (এমসিকিউ) এবং লিখিত উভয় পদ্ধতিতে মোট ১০০ নম্বরের ওপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেড় ঘন্টায় এ পরীক্ষায় ৬০ নম্বর থাকবে বহুনির্বাচনী অংশে এবং ৪০ নম্বর বরাদ্দ থাকবে লিখিত পরীক্ষায়। এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে ৪৫ মিনিট করে বরাদ্দ থাকবে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকছে। পরীক্ষায় প্রতিটি বহুনির্বাচনী ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

ঢাকা বিভাগের ভর্তি পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন ১৭ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। ঢাকার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৮১৯ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে তিন হাজার ৫৫৯ জন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) কেন্দ্রে ৯৯৫ জন, খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এক হাজার ৬০৬ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট) কেন্দ্রে ৪২৬ জন, বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪৭০ জন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর) কেন্দ্রে এক হাজার ৩৬২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দেবেন৷

কত পেলে পাস করবেন:

পরীক্ষার্থীকে বহুনির্বাচনী অংশে ইংরেজিতে ন্যূনতম ০৫ নম্বরসহ সর্বমোট ২৪ নম্বর পেতে হবে। এছাড়া লিখিত অংশের ন্যূনতম গ্রহণযোগ্য নম্বর ১১। তবে এমসিকিউ এবং লিখিত উভয় অংশ মিলে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে।

পড়তে পারবেন যেসব বিষয় নিয়ে:

ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে মোট ৯টি বিভাগে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। ভর্তির জন্য নির্বাচিত মােট ১২৫০ জনকে মেধা অনুসারে এসব বিভাগে পছন্দানুযায়ী ভর্তি হতে পারবেন।

বিভাগগুলো হলো- ম্যানেজমেন্ট বিভাগ, এতে আসন রয়েছে ১৮০টি। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, এতে আসন সংখ্যা ১৮০টি। মার্কেটিং বিভাগে ভর্তি হতে পারবেন ১৮০ জন। ফিন্যান্স বিভাগে ১৮০ জন। ব্যাংকিং এন্ড ইস্যুরেন্স বিভাগ, এতে আসন রয়েছে ১৫০টি। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম্স বিভাগে আসন রয়েছে ১১৫টি। ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ১১৫টি। ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগে ১১৫ জন শিক্ষার্থী ও অর্গানাইজেশন স্ট্রেটেজি এন্ড লিডারশীপ বিভাগে ভর্তি হতে পারবেন ৩৫ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, আগামীকাল শনিবার আটটি বিভাগীয় শহরের কেন্দ্রে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা। এর আগে গত ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এরপর ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...