পিবিএ,দিনাজপুর: ঢাকা বিশ্ববিদালয়ের ছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষকদের দ্রুত গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ছাত্রলীগের একাংশের ডাকে আজ (মঙ্গলবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বাঁশেরহাটে ঘন্টাব্যাপি কর্মসূচি পালন করে তারা।
এসময় বক্তব্য দেন মোহাইমনুল ইসলাম শুভ, পল্লাব হোসেন রাঁঙ্গা, শাহ আলম, আনাম সাব্বির, আলমগীর হোসেন এবং শেখ ইসরাত জাহানসহ অন্যান্যরা। ধর্ষন বন্ধে সামজ্যিক এবং আইনি প্রতিরোধ গড়ে তোলার দাবি সম্বলিত পোষ্টার বহন করেন তারা।
পিবিএ/সালাহ উদ্দিন আহমেদ/বিএইচ