পিবিএ,ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ককটেল বিস্ফোরণ ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মধুর ক্যান্টিনের পশ্চিম পাশের দরজার সামনে বিকট শব্দ হয়। পরে সেখানে গিয়ে একটি ককটেল অর্ধ বিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে কে বা কারা এ কাজটি করছে তা কেউ জানাতে পারেননি।
এদিকে ককটেল বিস্ফোরণের তথ্য ঠিক নয় বলে দাবি করেছেন ঢাবির প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী। সাংবাদিকদের তিনি বলেন, ‘ককটেল পড়ে আছে এ রকম একটি খবর পেয়ে সরেজমিনে দেখে এসেছি। ডাকসু ভবনের কর্মচারীদের সঙ্গে কথা বলেছি। ককটেল বিস্ফোরণ হওয়ার কোনো ঘটনা ঘটেনি। পুলিশকে খবর দিয়েছি, ডিবিকে বিষয়টি দেখতে বলেছি।’
তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি ঘটনা ঘটেছে, তদন্ত কমিটি কাজ করছে, সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।’
পিবিএ/এমএসএম