পিবিএ ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হল থেকে এক ছেলে নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ১ দিন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ নবজাকটিকে উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) মোঃ এহসানুল হক জানান, সকালে শহিদুল্লাহ হলের শিক্ষক ভবনের পিছন থেকে ওই নবজাকতের মৃতদেহ উদ্ধার করেন। একটি গামছা দিয়ে পেচানো ছিলো নবজাতকটি। তার বয়স আনুমানিক ১দিন। ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কেউ নবজাতকটি ওইখানে ফেলে গেছে। ময়না তদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
পিবিএ/বাখ