ঢাবি অধিভূক্ত ৭ কলেজের ডিগ্রীর বর্ষগুলো মহাবিপদে

পিবিএ : সত্যিই ঢাবি অধিভূক্ত ৭ কলেজের ডিগ্রীর বর্ষগুলো যেন মহাবিপদে । বিপদের যেন শেষ নেই।

অধিভূক্ত হওয়ার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ৭ কলেজের ডিগ্রীর বর্ষ গুলো পিছিয়ে রয়েছে । তাদের কার্যক্রম হচ্ছে না বলেই চলে ।

ঢাকা কলেজ ব্যতিত বাকি ৬ টি কলেজে ডিগ্রীর কার্যক্রম চলে ।

আবার ডিগ্রী ২০১৬-১৭ সেশনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ৭ কলেজে ডিগ্রীর আর কোন সেশন ভর্তি নেয়া হয়নি । ডিগ্রী ২০১৬-১৭ সেশনটির ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছে ৭ কলেজে । প্রায় ৩০ মাস পর সেশনটির ১ম বর্ষ চূড়ান্ত পরীক্ষায় বসে । তাদের রুটিন প্রকাশ হয়, পরীক্ষা চলবে প্রায় ৩ মাস যাবৎ । উক্ত সেশনটির জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা আগস্টে ।

ডিগ্রী ২০১৫-১৬ সেশনটি ২য় বর্ষে আছে । একাডেমিক ক্যালেন্ডার অনুসারে তাদের ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলতি মাসে হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত তাদের ২য় বর্ষের ফরমফিলাপ ও হয়নি । উক্ত সেশনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা সেপ্টেম্বরে ।

ডিগ্রী ২০১৪-১৫ সেশনটি ৩য় বর্ষে আছে । সব চেয়ে বেশি ভোক্তভূগী সেশনটি । ২৪ মাস পর ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় বসে সেশনটি । পরীক্ষা শুরু হয় ২০১৮ সালের সেপ্টেম্বরে ।

এখনো ২য় বর্ষের সকল বিভাগের ফলাফল প্রকাশ করা হয় নি । একাডেমিক ক্যালেন্ডার অনুসারে সেশনটির পরীক্ষা হওয়ার কথা জুলাই-আগস্টে । কিন্তু তাদের ৩য় বর্ষের ফরম ফিরাপ দেয়া হয় ১৭ জুলাই থেকে ২৮ আগস্ট পর্যন্ত । দেড় মাস যাবৎ ফরম ফিলাপ চলবে । অথচ সেশনটি কে বলা হয়েছে ২০ আগস্ট থেকে তাদের ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে । উক্ত সেশনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রী শেষ করে প্রিলি-মাস্টার্স এর ১ম পর্ব ভর্তি সম্পন্ন করেছে ।

ডিগ্রী ২০১৩-১৪ সেশনটি ৩য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা দেয় ২০১৮ সালের আক্টোবর মাসে । চলতি মাসে ৪টি বিভাগের মধ্যে শুধু একটি বিভাগের ফল প্রকাশ করা হয় । এখনো ৩টি বিভাগের ফলাফলের অপেক্ষায় আছে । উক্ত সেশনটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রিলি-মাস্টার্স এর ১ম পর্ব সমাপ্ত করেছে ।

শিক্ষার্থীদের প্রশ্ন হলো, ডিগ্রী বলে আমরা কি অবহেলিত হচ্ছি ? আন্দোলনের পর ডিগ্রীর স্পেশাল পরীক্ষা নেয়ার কথা থাকলে ও তা নেয়া হচ্ছে না । ৭ কলেজে ডিগ্রীর সেশন গুলো পড়ে আছে মহা বিপদে ।

পিবিএ/জেআই

আরও পড়ুন...