ঢাবি শিক্ষক জিয়া রহমান আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধ বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান মারা গেছেন। তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্ট।

শনিবার ভোর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানা গেছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান।

জানা যায়, অধ্যাপক জিয়া রহমান ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নীল দলের (আওয়ামী লীগ নেতৃত্বাধীন) সিনিয়র সদস্য ছিলেন।

আরও পড়ুন...