ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৩ সালের কার্যকর পরিষদ নির্বাচনে ১৫ পদের মধ্যে ১৪টি পদেই জয়ী হয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। শুধু সহসভাপতি পদে জয়ী হয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
এর আগে, বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ ২০২৩ এর নির্বাচন। এদিন দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। একই দিন বিকেল সাড়ে ৩টায় ভোট গণনা শুরু হয়। এবাবের নির্বাচনে মোট ভোটার ছিল ১ হাজার ৯৫৭ জন।
নীল দল থেকে যারা জয়লাভ করেছেন
নীল দল থেকে সভাপতি প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়াঁ, সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা। কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু খালেদ মো. খাদেমুল হক বিজয়ী হয়েছেন।
এছাড়া সাধারণ সদস্য পদে জয়ী হয়েছেন টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জেএম শফিউল আলম ভূইয়া, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আমজাদ আলী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুল হাসান, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আক্কাছ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো মাকসুদূর রহমান, জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড শারমিন মুসা।
সাদা দল থেকে যিনি জয় লাভ করেছেন
সাদা দলের সহ-সভাপতি প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান জয়লাভ করেছেন।