ঢাবি শিক্ষার্থীর অনশন ভাঙালেন উপাচার্য, দাবি পূরণের আশ্বাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক সেবা সহজ ও গতিশীল করা এবং প্রশাসনিক জটিলতায় সৃষ্ট নানা রকম হয়রানি বন্ধ ও ৮ দফা দাবিতে আমরণ অনশনে বসা ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহর অনশন ২৪ ঘণ্টা পর ভাঙালেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ২৪ ঘণ্টা পর ডাবের পানি খাইয়ে অনশন ভাঙান উপাচার্য। এসময় উপাচার্য শিক্ষার্থীর দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। এমনকি রেজিস্ট্রার বিল্ডিংয়ে যেন শিক্ষার্থীদের আসা না লাগে সে ব্যবস্থাও করার উদ্যোগের বিষয়টি জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবনে হয়রানি বন্ধ, প্রশাসনিক ভবনের কাজকে গতিশীল ও সহজ করাসহ ৮ দফা দাবি জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. আবুল হাসনাত আব্দুল্লাহ।

নির্ধারিত সময়ে দাবি না মানায় আমরণ অনশনের ঘোষণা দিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন...