পিবিএ,ঢাকা: রাজধানীর চকবাজারে চুড়িহাট্টাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রোগীদের স্বশরীরে দেখতে ও চিকিৎসার খোঁজখবর নিয়েছেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।
রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে তিনি আহত ও তাদের পরিবারের সাথে কথা বলেন ও সার্বিক খোঁজখবর নেন। এবং তাদের চিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সাথেও কথা বলেন তিনি।
আহতদের দেখে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় এই অগ্নিকাণ্ডে নিহত ৬৭ জনের আত্মার মাগফেরাত কামনা করে এবং সকল শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে সাংবাদিকদের বলেন, চিকিৎসকরা তাদের সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। আমি আশা করি এই আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
পুরান ঢাকায় বসতবাড়ি ও কারখানা একসাথে থাকা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে স্পীকার বলেন, এ ব্যাপারে অনেক আগে থেকেই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছিলো। যখন নিমতলী অগ্নিকাণ্ড ঘটনা ঘটে তখন থেকে গোডাউন গুলো সরিয়ে নেওয়ার ব্যাপারে সরকার সচেষ্ট। সরকারের পক্ষ থেকে এই কারখানাগুলো সরিয়ে নেওয়ার ব্যাপারেই অবস্থান। কাজেই আমরা আশা করি যে, দ্রুত সময়ের ভিতরে এগুলো যথাযথ জায়গায় সরিয়ে নেওয়া সম্ভব হবে। এই ঘটনায় জাতীয় সংসদে শোক প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি।
পিবিএ/এইচএ/এফএস